প্রয়াত বিখ্যাত অভিনেতা বিজু খোটে

সোমবার সকাল ৬.৫৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজু খোটে। মাল্টিপল অরগ্যান ফেলিওর-এ ৭৭ বছর বয়সে মারা গেলেন অভিনেতা।

বিজু খোটের ভাইঝি অভনেত্রী ভাবনা বালসাভার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার সকাল ৬.৫৫ তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজু খোটে। বহুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শেষদিকে তাঁর অধিকাংশ অঙ্গই কাজ করছিল না।

আরও পড়ুন-তাহলে কি অমিত শাহের সঙ্গে ‘স্টেজ-শেয়ার’ করবেন সুজিত-কৃষ্ণা? জল্পনা আকাশছোঁয়া