বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের 6 জেলায়

রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের 6 জেলায়। সেগুলি হল মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি।পরিস্থিতি রীতিমতো জটিল হয়েছে হাওড়ার আমতা-2 এবং উদয়নারায়ণপুরে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল থেকে জল আরও বেড়েছে। নতুন করে প্লাবিত হয়েছে উদয়নারায়ণপুরের বেশ কিছু গ্রাম। পুজোর মুখে এই বন্যা পরিস্থিতিতে বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

হুগলির পরিস্থিতি আরও সঙ্গীন। মুণ্ডেশ্বরী আর দামোদরের জলে ভাসছে চাঁপাডাঙা-সহ বেশ কিছু এলাকা। বর্ধমানের কিছু জায়গাও দামোদরের জলে প্লাবিত। বীরভূমের মহম্মদবাজার ব্লকের বেশ কিছু গ্রাম জলের তলায় রয়েছে। বন্যা পরিস্থিতি গুরুতর মালদা এবং মুর্শিদাবাদে। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় আগামী কয়েকদিনে এই তিন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

তবে হাওড়া এবং হুগলিতে জল আরও বাড়ার আশঙ্কা। কারণ মাইথন আর পাঞ্চেত জলাধার থেকে ছাড়া পুরো জল এখনও এসে পৌঁছায়নি। ফলে পঞ্চমীর দিন জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন-বন্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে আলোচনায় মুখ্যসচিব