পুজোর কদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর হাওয়া অফিস। আশঙ্কা সত্যি করে পঞ্চমীর ভোর থেকেই শুরু হয় দুর্যোগ। এদিন ভোর পৌনে চারটে নাগাদ কলকাতায় তুমুল বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। একাধিক মন্ডপের সামনে সকালে জল জমেছে। আকাশের মুখ ভার দেখে উদ্বেগে তামাম পুজোপ্রেমীরা।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে টানা বৃষ্টি হবে না। নবমী ও দশমীতে ভারি বৃষ্টি হতে পারে। উৎসবের মুখে বর্ষাসুরই এখন পুজো উদ্যোক্তাদের সবচেয়ে বড় মাথাব্যথা

