পুজোর মুখে বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে বুধবার রাতে বন্ধ হয়ে গেল মালবাজারের সাইলি চা বাগান। এর ফলে কর্মহীন হয়ে পড়ল প্রায় ১৫০০ জন শ্রমিক। গতকাল, বুধবার মধ্যরাতে চা বাগানে “সাসপেনশন অব ওয়ার্ক”-এর নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যায় কর্তৃপক্ষ।

বাগান কর্তৃপক্ষ পুজোর বোনাস ১৩.৫৫ শতাংশ হারে দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। যদিও এবার সমস্ত চা বাগানে ১৮.৫০ শতাংশ হারে বোনাস নির্ধারিত হয়েছিল। কিন্তু পরে কর্তৃপক্ষ ১৩.৫৫ হারে দিতে রাজি হয়। এই নিয়ে ক্ষুব্ধ শ্রমিকরা বুধবার সারাদিন বাগান ম্যানেজার-সহ অন্যদের অফিস ঘেরাও করে রাখে।

শেষে মাল থানা থেকে পুলিস গিয়ে রাত ১১টায় তাঁদের উদ্ধার করে। এরপরই বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেন বাগান ম্যানেজার। আজ, বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা চা বাগানে এসে দেখেন গেট তালাবন্ধ রয়েছে। জানতে পারেন, চা বাগান বন্ধ করে চলে গিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন-জানেন নবপত্রিকার সাতকাহন?
