মমল্লাপুরমে দুদিন ধরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কয়েক ঘন্টা আলোচনার পর দুদেশের মধ্যে তথাকথিত ঘরোয়া বৈঠক সফল হয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, চেন্নাই সংযোগের মাধ্যমে ভারত ও চিনের সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হল। এর আগে উহানের প্রাণশক্তি দুদেশের সম্পর্কের মধ্যে আস্থা ও গতি এনেছিল। এবার মমল্লাপুরমে তৈরি হল নতুন যুগ। নিজেদের মধ্যে মতভেদ কমিয়ে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আরও সংবেদনশীলতা আনাই এখন আমাদের লক্ষ্য।

আরও পড়ুন – মোদি-শি বৈঠকের নির্যাস এক নজরে
