পাচারের সময় পুলিশের জালে 2 কোটি 58 লাখ টাকার সোনা। একটি গাড়ি করে এই সোনা পাচার হচ্ছিল। আগে থেকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে, কলকাতার ফুলবাগান অঞ্চলে গাড়িটি আটকায় পুলিশ। গাড়ি থেকে মিজোরামের দুই বাসিন্দাকে আটক করা হয়। শুল্ক দফতর ৬ কেজি ৬০০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করে। পাচারের অভিযোগে পরে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, চিন থেকে এই সোনা প্রথমে আসে মিজোরামের রাজধানী আইজলে। সেখান থেকেই সেগুলি নিয়ে কলকাতায় আসেন দুই পাচারকারী। তখনই জালে পড়ে তাঁরা। এর সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্রের কোনও যোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। সোনার বিস্কুটগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাঠানো হচ্ছিল- সেই বিষয়ে দুই অভিযুক্তকে দফায় দফায় জেরা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, ধনতেরসের আগে চাহিদা মেটাতেই অবৈধ উপায় এই সোনা বিদেশ থেকে আমদানি করা হচ্ছিল।


আরও পড়ুন-সন্ত্রাসবাদ দমনে মিডিয়া পলিসি বদল করা দরকার, বললেন ডোভাল
