খেলা প্রথমার্ধে গোল করে এগিয়ে বাংলাদেশ, চাপে ভারতBy EBBS Desk - October 15, 2019সত্যিই কি তবে অঘটন ঘটতে চলেছে? প্রথমার্ধের খেলা দেখে তো সেরকমই মনে হচ্ছে। প্রথমার্ধের 42 মিনিটেই গুরুপ্রীত সিং সান্ধুর জাজমেন্টের ভুলকে কাজে লাগিয়ে গোল করে গেলেন বাংলাদেশের স্ট্রাইকার সাদ উদ্দিন। প্রথমার্ধের খেলার ফলাফল ১-0।