হেমেন মন্ডল। গৌরিবাড়ির একদা ত্রাস। এখন থাকেন সল্টলেকে। আড্ডা মারেন কাঁকুড়গাছিতে। সকালে দেখা গেল পথকুকুরদের খাওয়াচ্ছেন তিনি। তবে শুধু আজ নয়, এটা ওঁর নেশা ও ভালোবাসা। নিয়মিতই এদের সঙ্গে সময় কাটান হেমেন। একেবারেই শান্তিপূর্ণ জীবনে আছেন তিনি। বহুদিন ধরেই।

আরও পড়ুন-সাতসকালে ব্যস্ত সাংসদ ফোঁটা দিলেন ‘দিলীপ দা’-কে

