Thursday, January 22, 2026

স্বরাষ্ট্রসচিব থেকে ক্রেতা সুরক্ষায়! আমলা অত্রির ‘অবনমন’ নিয়ে গুঞ্জন প্রশাসনে

Date:

Share post:

ছিলেন মুখ্যমন্ত্রীর কাছের আমলা। বসতেন নবান্নে।সেখান থেকে একেবারে নবান্নের বাইরে। স্বরাষ্ট্রসচিবের মতো ওজনদার পদ থেকে প্রথমে পর্যটন দফতর। ফের বদলি হয়ে ক্রেতা সুরক্ষা দফতরে আইএএস অফিসার অত্রি ভট্টাচার্য। নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। তাতে দেখা যাচ্ছে মোট ন’জন আধিকারিককে বদলি করা হয়েছে। নাম রয়েছে অত্রি ভট্টাচার্যেরও। কিন্তু আমলা মহলে গুঞ্জন অত্রিকে নিয়ে। তাঁর বদলিকে স্রেফ রুটিন বদলি বলে সরকার বক্তব্য রাখলেও প্রশাসনে অন্য গুঞ্জন।

নবান্নের গুঞ্জন, সারদা মামলা নিয়ে অত্রি ভট্টাচার্যকে সিবিআই তলব করেছিল। নবান্নে তদন্তকারী অফিসাররা গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কয়েক দফায়। তিনি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব থাকাকালীন অর্থলগ্নি সংস্থা সারদার দু’টি চ্যানেলের কর্মীদের বেতন দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেই সূত্রেই সিবিআই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে বলে সিবিআই সূত্রে খবর। ওই দুটি চ্যানেলকে ৬ কোটি টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, তিনিই প্রথম আইএএস অফিসার যাঁকে তদন্তকারী সংস্থা জেরা করে। আশ্চর্যের বিষয় ওই জেরা পর্বের পর থেকেই তাঁর গুরুত্ব কমতে শুরু করে। কাকতালীয় হতেই পারে। কিন্তু নাম প্রকাশ করতে না চাওয়া বেশ কিছু শীর্ষস্থানীয় আমলা বলছেন, ওই পর্বেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। অত্রি-সিবিআই জিজ্ঞাসাবাদের তথ্য নাকি চলে আসে শীর্ষমহলে। আর তার জেরেই গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্রসচিব পদ থেকে অত্রির ‘অবনমন’ হতে হতে ঠেকেছেন ক্রেতা সুরক্ষায়!

তালিকার বদলিতে আরও দুটি গুরুত্বপূর্ণ বদল হয়েছে।দেখা যাচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো হয়েছে পর্যটন দফতরে। কালিম্পংয়ের জেলাশাসকের দায়িত্ব নিচ্ছেন আর বিমলা।

spot_img

Related articles

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...