কংগ্রেস অযোধ্যা মামলার রায়কে স্বাগত জানাল। কংগ্রেসের পক্ষে এদিন রণদীপ সুরেজওয়ালা বলেন, বহু প্রতীক্ষিত রায়। এই রায়ের পর দেশের প্রত্যেকটি মানুষকে বলব শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। আমাদের দেশ বহু সংস্কৃতির, বহু ভাষা, বহু ধর্মের। এই বিবিধের মাঝে ঐক্য বজায় রাখতে হবে। সৌহার্দ্য-এর বাতাবরণ থাকুক। অযোধ্যার রায় বিজেপি সহ অন্য দলের রাজনীতি বন্ধ করে দিল। এতদিন এই নিয়ে রাজনীতি চলছিল এবার শেষ হল। আমরাও রাম মন্দিরের পক্ষে।



