বৃহত্তম দল হিসাবে মহারাষ্ট্রে সরকার গড়তে দেবেন্দ্র ফড়নবিশের বিজেপিকে সরকার গড়তে ডাকলেন রাজ্যপাল। আগামী ১১ নভেম্বর, সোমবার বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। ইতিমধ্যে বিজেপি-শিবসেনার জোট কার্যত ভাঙার মুখে। শিবসেনা মুখ্যমন্ত্রিত্বের দাবিতে অনড়। ইতিমধ্যে বিজেপি দল ভাঙাচ্ছে অভিযোগ তুলে নিজের বিধায়কদের হোটেলবন্দি করে রেখেছে। এখন দেখার বিষয় নিজেদের ভোটব্যাঙ্ক অটুট থাকলেও বিধানসভায় কি তাঁরা ভোট দেবেন? না ভোট থেকে বিরত থাকবেন? না, বিরুদ্ধে ভোট দেবেন, সে নিয়ে জল্পনা তুঙ্গে। বল শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কোর্টে। শনিবারই শেষ হয়েছে মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ।
