টানা শুনানির ধকল এবং অবশেষে নিশ্চিন্ত হওয়া। তাই অযোধ্যা মামলার রায় দেওয়ার পর প্রধান বিচারপতি বাকি চার বিচারপতির সঙ্গে গেলেন মধ্যাহ্নভোজে। টানা ৪০ দিন শুনানি এবং তারপর অক্টোবর এর পর থেকে ১০৪৫ পাতার জাজমেন্ট শিট তৈরির কাজ। ফলে নিঃশ্বাস ফেলার ফুরসৎ ছিল না। আর সবচেয়ে বড় এবং স্পর্শকাতর মামলার রায় দিয়ে দিয়ে একটু মানসিকভাবে শান্তি পেতে তাজ হোটেলে গেলেন মধ্যাহ্নভোজে সৌজন্যে অবশ্যই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

১৭ নভেম্বর অবসর নেওয়ার আগে রঞ্জন গোগোই আরও পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেবেন এগুলি হল

১. শবরী মেলার মামলা খতিয়ে দেখা
২. রাফাল যুদ্ধবিমান কেনা সংক্রান্ত চুক্তি
৩. চৌকিদার চোর হ্যায় সংক্রান্ত ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা
৪. ২০১৭ সালের অর্থ আইন সংক্রান্ত মামলা
৫. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তরে তথ্যের আইন সংক্রান্ত অধিকারে আনা।
সোমবার থেকে অবসর নেয়ার আগে এই পাঁচটি মামলার রায় দিলে তা কার্যত দৃষ্টান্ত তো হয়ে থাকবে।
