বাংলাদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। নিহত হলেন কমপক্ষে ১৫ জন যাত্রী। জখম বহু। সোমবার ভোররাত ৩টে নাগাদ ব্রাহ্মণবেড়িয়ায় দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে বলে জানা গিয়েছ।

দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান ১২জন যাত্রী। অন্য তিন জন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখনও বহু লোক ট্রেনের কামরাগুলিতে আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে বাংলাদেশ প্রশাসন।

