অসমে কি বিরোধিতা করে আটকানো গিয়েছে এনআরসি? মঙ্গলবার, বসিরহাটে একটি অরাজনৈতিক বিতর্ক প্রতিযোগিতায় মঞ্চ থেকে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, এনআরসি নিয়ে যাঁরা বিরোধিতা করছেন, তাদের কাছে অসম একটি উদাহরণ। সেখানেও বিরোধিতা হয়েছিল। কিন্তু এনআরসি আটকানো যায়নি। এ রাজ্যেও এনআরসি হবে বলে দাবি করেন দিলীপ ঘোষ।

অসমের মানুষ অসুবিধা বোধ করায় তাঁরা সে কথা জানান। সেই অনুযায়ী ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সরকার। যেসব জায়গায় অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্য রয়েছে সেই জায়গাগুলিতে এনআরসি চালু হবে বলে মন্তব্য করেন তিনি। বাংলায় এনআরসি হবে না বলে বারবার রাজ্যবাসীকে আশ্বস্ত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার, সভা থেকে তার বিরোধিতা করেন দিলীপ ঘোষ। তাঁর মতে, রাজ্যে বিরোধিতা হলেও এনআরসি হবেই।

