বুধবারের মধ্যে বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকার রিপোর্ট নবান্নে জমা দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে আগামীকালের মধ্যে নবান্নে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যের ১৪টি দপ্তরকে। আজ, মঙ্গলবার নবান্নে টাস্ক ফোর্স নিয়ে একটি বৈঠকে হয়। বৈঠক শেষেই এই নির্দেশ জারি হয়।

জেলাশাসকের নেতৃত্বে দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য টাস্ক ফোর্স গঠন হয়ে গিয়েছে। আগামীকাল বসিরহাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রিভিউ মিটিং করবেন তিনি।