আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। টি-২০ সিরিজে বিশ্রামে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে টি-২০ সিরিজ নিজেদের পকেটে পোরে ভারত। এবার পালা টেস্ট সিরিজ জয়ের। তবে এই সিরিজে নিজেও অধিনায়কের ভূমিকায় ফিরে এসেছেন ক্যাপ্টেন কোহলি।

আর দলে ফিরে নিজের প্র্যাকটিসের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট। ক্যাপশনে লিখেছেন, ‘প্রস্তুতি শেষ। দলের ছেলেদের কাছে ফিরে দারুণ লাগছে।’ ইতিমধ্যেই বিরটের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখন দলে ফিরে দেশকে টেস্টে জয় এনে দিতে পারেন কিনা তিনি, সেটাই দেখার।

Training done ✔️ Great to be back with the boys 👍 pic.twitter.com/Wq9J6nHMez
— Virat Kohli (@imVkohli) November 12, 2019