ফের সীমান্ত পেরিয়ে ঢুকেছে সাত পাক জঙ্গি।তারা নেপাল সীমান্ত ভারতে ঢুকেছে বলে খবর। এই পাক জঙ্গিরা দুটি দলে ভাগ হয়েছে বলে খবর। একটি দল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এবং অন্যটি অযোধ্যায় গা ঢাকা দিয়েছে। অযোধ্যার এই অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে সেখানে নাশকতার ছক কষছে জঙ্গিরা। ওই জঙ্গিরা উপত্যকায় প্রবেশ করতে স্থানীয় জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখেছে। এলাকায় বিভিন্ন জায়গায় চিরুনী তল্লাশি শুরু করেছে গোয়েন্দারা। যদিও এখনও পর্যন্ত জঙ্গিদের কোনও খব পাওয়া যায়নি।

গোয়েন্দা সূত্রে খবর, ভারতে জঙ্গি ঢোকাচ্ছে পাকিস্তান। সাত জঙ্গির মধ্যে পাঁচ জনকে শনাক্ত করা গিয়েছে। এরা হল মহম্মদ ইয়াকুব, আবু হামজা, মহম্মদ শাহবাজ, নিসার আহমেদ এবং মহম্মদ কাউমি চৌধুরী। বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। সূত্রের খবর, এই সাত পাক জঙ্গির কাছেই আছে আধুনিক গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র। ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর থেকেই কাশ্মীরে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে। হতে পারে এই ঘটনা তারই প্রমাণ।

আরও পড়ুন-বড়বাজার থেকে মশলা কিনে বাড়ি ফিরতে চান বাংলাদেশি ক্রিকেটাররা
