“পথে সমস্যায় পড়লে ফোন করুন”- সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্টের হিড়িক

হায়দারাবাদে তরুণী পশুচিকিৎসকের নির্মম পরিণতির পরে কলকাতা পুলিশের তরফ থেকে সচেতনতা প্রচারের পাশাপাশি মহিলাদের নিরাপত্তায় এগিয়ে আসছেন বিভিন্ন মানুষ। এমনকী, বিভিন্ন ক্লাবের তরফ থেকেও সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর সহ পোস্ট করা হচ্ছে। এলাকা উল্লেখ করে বলা হচ্ছে রাতে রাস্তায় কোন মহিলা যদি সমস্যায় পড়েন, তাহলে সেই হেল্পলাইনে ফোন করতে পারেন। ওই এলাকার মধ্যে যেকোনও জায়গায়, যে কোনও সময় তাঁরা উপস্থিত হয় সাহায্য করবেন। শুধু কোনও ক্লাব বা সংগঠনের তরফ থেকে এই পোস্ট করা হচ্ছে তা নয়, ব্যক্তিগতভাবেও অনেকে জানাচ্ছেন বাইক আছে তিনি যে অঞ্চলে থাকেন, সেখানে কোনও মহিলা রাস্তায় অসুবিধায় পড়লে যেন নির্দ্বিধায় ফোন করেন।


ফেসবুকে এই ধরনের পোস্ট যথেষ্ট নজরে পড়ছে। তবে সঠিক সময় এই সাহায্য কাজে আসবে তো? পাশাপাশি, আরও প্রশ্ন দেখা দিচ্ছে। এই পোস্টের আড়ালে কোনও দুরভিসন্ধি নেই তো? আসলে নিরাপত্তাহীনতা থাকে অবিশ্বাসের জন্ম নেয়। তবে, মানুষের সাহায্য করার প্রকৃত উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

Previous articleহায়দরাবাদ ধর্ষণ-খুনের ঘটনায় ছেলেকে পুড়িয়ে মারার দাবি করলেন ধর্ষকের মা
Next articleএম পি কাপ উদ্বোধন করে কী বললেন অভিষেক?