বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে তড়িঘড়ি টালার সেতু ভাঙা ঠিক হবে না বলে মনে করে কেএমডিএ। উত্তর কলকাতার ক্যানাল সেতু এবং চিৎপুর সেতু মেরামতির পরই পূর্ত দফতরকে টালা সেতু ভাঙার কথা জানাবে কেএমডিএ। সংস্থা সূত্রে খবর, টালা সেতুর পরিবর্তে আর জি কর হাসপাতালের কাছের ক্যানাল সেতু এবং চিৎপুর সেতুকেই যানবাহন চলাচলের বিকল্প রাস্তা হিসাবে ভাবা হয়েছে। এই দুই সেতু দিয়ে এখন গাড়ি চলাচল করছে এবং যথেষ্ট যানজটও হচ্ছে। ফলে কেএমডিএ এখনই দেখে নিতে চায় টালা সেতু ভাঙার পর কয়েক গুণ বর্ধিত যানবাহনের ভার বহনে বিকল্প দুই সেতু কতটা সক্ষম। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় দেখা গিয়েছে, এই দুই সেতুর অবস্থাও বিশেষ ভাল নয়। সেক্ষেত্রে পরবর্তী পরীক্ষায় এদের ভারবহনের সক্ষমতা পুরোপুরি যাচাই না করে টালা সেতু ভাঙার পক্ষপাতী নয় কেএমডিএ।
