একদিকে যখন কলকাতা সরকার এবং বিরোধী দলগুলির এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল, তখন মেদিনীপুরে দাঁড়িয়ে এন আরসির পক্ষে সওয়াল করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে দলের কর্মসূচিতে অংশ নিয়ে প্রথমে মিছিল এবং পরে সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন। হিটলারের সঙ্গে তুলনা করলেন। বললেন, বাংলায় স্বৈরাচারী শাসন চলবে না। মানুষ জবাব দেবে। গুণ্ডারা গর্তে ঢুকে গিয়েছে। বাইরে বেরলে পিঠের চামড়া তুলে দেওয়া হবে। কেন্দ্রের সব সুযোগ নিয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা। এদের আগে তাড়াব। দিদিমনি তাতেই ভয় পেয়ে গিয়েছে। ভোট চলে যাবে।
