ফের NRC আতঙ্কে রাজ্যে মৃত্যু হল দু’জনের। বর্ধমানের কাটোয়ায় এনআরসি আতঙ্কের জেরে মৃত্যু হল একই গ্রামে দুই ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন আবুল কাশেম শেখ (৬৮) এবং আবদুস সাত্তার শেখ (৬৫)।

দু’জনেরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের পরিবারের দাবি, এনআরসি আতঙ্কের জেরেই মৃত্যু হয়েছে তাঁদের।
