মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। এতদিন ডাক পাননি। এই প্রথম আমন্ত্রণ। তাই যাচ্ছেন বাংলার একমাত্র কংগ্রেস পরিচালিত পুরসভা জয়নগরের চেয়ারম্যান সুজিত সরখেল। সোমবার কাকদ্বীপে হচ্ছে এই বৈঠক।তারপর গঙ্গাসাগর যাবেন মমতা। মঙ্গলবার মেলার উদ্বোধন।
সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...