কোনও গুপ্ত নির্দেশ নয়, একেবারে প্রকাশ্যে সোচ্চার ঘোষণা। এই ঘোষণা সরকারিভাবেও সম্প্রচারিত। ইরানের কর্মরত জেনারেল ও সরকারের অন্যতম শীর্ষনেতা কাসিম সুলেইমানিকে হত্যা করার পর ইরানের হিটলিস্টে ডোনাল্ড ট্রাম্প। কারণ ট্রাম্পের নির্দেশেই হত্যাকাণ্ড ঘটিয়েছে মার্কিন সেনা। এবার তাই আমেরিকার বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার ডাক দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মাথার দাম ঘোষণা করল ইরান সরকার। বলা হয়েছে, কেউ যদি ট্রাম্পকে হত্যা করতে পারে তাহলে ইরানের প্রতি নাগরিক পিছু এক মার্কিন ডলার করে দেওয়া হবে। ইরানের বর্তমান জনসংখ্যা আট কোটি। তাই যে ট্রাম্পকে হত্যা করতে পারবে সে পাবে আট কোটি ডলার। ঘোষণা ইরান সরকারের।
