পুরনো চিঠি তুলে অনুরাগকে আক্রমণ বিজেপির

বিজেপির বিরুদ্ধে লাগাতর বোমা ফাটান পরিচালক অনুরাগ কাশ্যপ। এবার পুরনো চিঠি প্রকাশ্যে এনে অনুরাগকে এক হাত নিলেন উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্র শলভ মণি ত্রিপাঠী।

অনুরাগকে আক্রমণ করার সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাননি ত্রিপাঠি। উত্তরপ্রদেশ সরকারকে অনুরাগের পাঠানো চিঠি তিনি ট্যুইটারে তুলে দিয়েছেন। লিখেছেন অনুরাগের সিনেমাগুলো মুখ থুবড়ে পড়েছিল, এখনও পড়ছে। এখন ভিক্ষা না পাওয়ায় গালিগালাজ শুরু করেছেন। আগে সরকার ফ্লপ সিনেমার জন্য কোটি টাকা অনুদান দিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন, আর তাতেই এত রাগ এবং বিজেপিকে রোজ আক্রমণ। ২০১৬ সালে অনুরাগের ‘মসান’ ফিল্মের জন্য অখিলেশ সরকার দু’কোটি টাকা অনুদান দিয়েছিল। এরপর ‘মুক্কেবাজ’ ও ‘সান্ড কি আঁখ’ ফিল্মের জন্য সরকারি অনুদান পেয়েছিলেন। যদিও যোগী সরকারের কাছ থেকে তিনি কোনও অনুদান পাননি। ত্রিপাঠীর বক্তব্য, এই কারণে মোদি-অমিত শাহ বিরুদ্ধে প্রায়ই বিষোদগার করেন অনুরাগ।

আরও পড়ুন-মাঝ আকাশে মহিলা বললেন, গায়ে বিস্ফোরক, ফাটতে পারে যে কোনও সময়ে!