কাজী নজরুলের পুত্রবধূ উমা কাজী প্রয়াত

প্রয়াত হলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী। বিদ্রোহী কবির বড়ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী৷ বুধবার রাতে ঢাকার বনানীতে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর। তিনি আগেও বেশ কিছুদিন হাসপাতালেও ছিলেন।
খিলখিল কাজী ও মিষ্টি কাজী নামে তিনি দুই মেয়েকে তিনি রেখে গেলেন।
উমা কাজীর মৃত্যুতে বাংলাদেশে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোকপ্রকাশ করেছেন। কাজী সব্যসাচী মারা যান 1979 সালে। তারপর থেকেই উমাদেবী স্থায়ীভাবে ঢাকার বনানীতে বসবাস শুরু করেন। বৃহস্পতিবার বনানীর কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হবে৷

Previous articleSSC-র চেয়ারম্যান পদ থেকে অপসারিত সৌমিত্র সরকার
Next articleJNU-এর ছায়া এবার বিশ্ব ভারতীতে, ক্যাম্পাসে আক্রান্ত পড়ুয়ারা