অকল্যান্ডে দুই ক্যাচ নিয়ে জোর আলোচনা

দুটি ক্যাচ। ভারত-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি-২০ ম্যাচে এই দুটি ক্যাচই চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।

প্রথম ক্যাচটি ভারতের হিটম্যান রোহিত শর্মার নেওয়া। শিবমের একটি ডেলিভারি স্ক্যোয়ার লেগের উপর দিয়ে গ্যালারিতে ফেলতে চেয়েছিলেন কিউই ব্যাটসম্যান মার্টিন গ্যাপ্টিল। বল প্রায় পেরিয়ে যাচ্ছিল বাউন্ডারি লাইন। কিন্তু রোহিত শর্মা অন্যরকম ভেবেছিলেন। বলটি তালুবন্দি করার পরে শরীরের ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারি লাইন পেরিয়ে যাচ্ছিলেন। বুদ্ধিমত্তার সঙ্গে বলটি উপরে ছুঁড়ে দিয়ে তিনি বাউন্ডারি লাইন পেরিয়ে আবার মাঠে ঢুকে পড়েন। ফের ধরে ফেলেন অসাধারণ এই ক্যাচ। একটু পৃথুল চেহারার রোহিতের ফিটনেস নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রোহিত। আর এমন সময়ে এই ক্যাচ নিলেন, যখন গ্যাপ্টিল দুরন্ত ব্যাটিং করছিলেন।

অন্য ক্যাচটি নিলেন স্বয়ং গ্যাপ্টিল। অসাধারণ ব্যাট করছিলেন বিরাট কোহলি। রান তখন তাঁর ৪৫। বল করছিলেন টিকনার। লেগ সাইডের বলটি ঠিকমতো টাইমিং করতে পারেননি বিরাট। বাউন্ডারি লাইনের একটু আগে পড়ার আগেই স্ক্যোয়ার থার্ড ম্যানের জায়গা থেকে দৌড়ে এসে শরীর ছুড়ে অসাধারণ দক্ষতায় ক্যাচটি নিলেন গ্যাপ্টিল। স্লো মোশানে দেখা যাচ্ছে বলটি মাটিতে পড়ার সময় অনেকটাই দূরে ছিলেন তিনি। পাখির মতো শরীর ছুড়ে বল পড়ার আগেই ক্যাচ তুলে নেন। দু’দলের ব্যাটসম্যানদের ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি চর্চা এখন এই দুই ক্যাচ নিয়ে।