সরকারের ঘোষণা, আগামী চার বছরের মধ্যে দেশে তৈরি হবে ১০০টি বিমানবন্দর। অর্থমন্ত্রীর দাবি, এই উদ্যোগের ফলে দেশের আর্থিক উন্নতি যেমন সার্বিক গতি পাবে, তেমনি একাধিক জায়গায় বানিজ্যিক পরিকাঠামো তৈরি হবে। উন্নতি হবে পর্যটন ব্যবস্থারও। শুধু তাই নয় দেশের পরিবহন কাঠামোকে ঢেলে সাজাতে সরকার আগামী এক বছরে ১.৭লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে।

আরও পড়ুন-স্বাধীনতার ৭৫পূর্তিতে চমক

