ক্লাস চালুর দাবিতে রাতভর অধ্যক্ষকে ঘেরাও করে রাখলেন গুপ্তিপাড়ার সরোজ মোহন ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা। কলেজ সূত্রের খবর, প্রায় মাস খানেক ধরে বন্ধ রয়েছে সরোজ মোহন ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজ। ছাত্ররা ক্লাস চালুর দাবি জানালে, ছাত্রদের কাছ থেকে সময় চাইছিল কর্তৃপক্ষ। বুধবার ছাত্রদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। ক্লাস চালুর দাবিতে বুধবার রাত থেকে ছাত্ররা অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন। আন্দোলনকারীরা বলেন, অবিলম্বে তাঁদের ক্লাস চালু করতে হবে। যদিও এই বিষয়ে অধ্যক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন-হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাংলার এই বিজেপি সাংসদ
