ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের ম্যাচ ঘিরে তাতছে ইডেন গার্ডেন্স

গোলাপি বলের দিনরাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচের স্মৃতি এখনও কেউ ভোলেননি। এবার ফের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে। ইডেনে মার্চ মাসে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা।এই আন্তর্জাতিক ম্যাচের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১২ মার্চ ধরমশালায় প্রথম ম্যাচ খেলা হবে, দ্বিতীয় ম্যাচটি হবে লখনৌতে ১৫ ই মার্চ এবং ১৮ মার্চ তৃতীয় ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সে।
তবে এই ম্যাচের টিকিটের মূল্য রাকা হয়েছে ৬৫০ টাকা, ১০০০ টাকা ও ১৫০০ টাকা।সিএবি সূত্রে জানানো হয়েছে, আর কিছু দিনের মধ্যেই টিকিট পাওয়া যাবে অনলাইনে। বিরাট বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা খেলা ভালোই উপভোগ করবেন দর্শকরা, এমনই মনে করছে ইডেন গার্ডেন্স কর্তৃপক্ষ। থাকছে বাড়তি নিরাপত্তাও।