Tuesday, August 26, 2025

‘দিদিকে বলো’র সাফল্যে ধন্যবাদ জানিয়ে নয়া কর্মসূচি নিয়ে নির্দেশ অভিষেকের

Date:

Share post:

‘দিদিকে বলো’ কর্মসূচির জন্য দলের সব স্তরের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে নতুন কর্মসূচির ঘোষণা সম্পর্কে জানালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে অভিষেক বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের জন্য ‘দিদিকে বলো’ কর্মসূচি সফল হয়েছে। যাঁদের উপর এই কর্মসূচি সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ছিল, তাঁরা বাংলার সাড়ে ৮ হাজার গ্রামে গিয়ে ‘দিদিকে বলো’-র প্রচার ও রূপায়নের কাজ করেছেন। এজন্য দলের নেতা-কর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন যুব তৃণমূল সভাপতি।
একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী সোমবার, ৩ মার্চ নতুন কর্মসূচির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অভিষেক জানান, এই সমাবেশে যোগ দিতে বিশেষ ধরনের আমন্ত্রণপত্র বিলি করা হচ্ছে। সেই আমন্ত্রণপত্র যাঁকে দেওয়া হচ্ছে, তাঁর নামের পাশাপাশি থাকছে একটি বারকোড। সেই বারকোডের তথ্য দলের ডেটাব্যাঙ্কে রয়েছে। সেটি মিলিয়ে দেখেই সমাবেশে প্রবেশাধিকার দেওয়া হবে। কোনও নেতা-কর্মী যদি কার্ড আনতে ভুলে যান বা কার্ডটি হারিয়ে ফেলেন- তাহলে তিনি সমাবেশে যোগ দিতে পারবেন না।
প্রতি জেলা থেকে দেড় থেকে দুই হাজার নেতা-কর্মী এই সভায় যোগ দেবেন। সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন তার দিকেই সবাই অপেক্ষা করছে। ‘দিদিকে বলো’ কর্মসূচির মতোই এই নয়া কর্মসূচিতেও নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে, তা সফল করার জন্য তৃণমূলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন অভিষেক।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...