Sunday, January 11, 2026

প্রেসিডেন্সির আন্দোলন নেমে এলো পথে

Date:

Share post:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হোস্টেল নিয়ে আন্দোলন চলছে গত দেড় মাস যাবৎ। হিন্দু এবং গার্লস হোস্টেলের নানা দাবি নিয়ে চলছে এই আন্দোলন। প্রথমে হিন্দু হোস্টেলের ৮ জন কর্মীকে ছাঁটাই করা ও বন্ধ থাকা ওয়ার্ডগুলি খুলে দেওয়া-সহ একাধিক দাবিতে সরব হয়েছিলেন ছাত্ররা। পরে তাঁদের সঙ্গে গার্লস হস্টেলের কিছু দাবিদাওয়া নিয়ে যুক্ত হন ছাত্রীরাও। উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টস-এর সঙ্গে বৈঠকে মেলেনি রফাসূত্র। পরে আর আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসতে চায়নি কর্তৃপক্ষ।ওদিকে,

কিছুদিন আগে উপাচার্য অনুরাধা লোহিয়া ঘেরাওয়ের পর অসুস্থ হয়ে ক্যাম্পাস ছেড়েছিলেন। তারপর থেকে আর ক্যাম্পাসে যাননি তিনি৷ আন্দোলন যতদিন চলবে, তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন না বলেও জানিয়েছেন। তিনি এখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বসছেন।

তাই এ বার আন্দোলন নেমে এলো পথে৷ রাস্তা অবরোধ শুরু করলেন ক্ষুব্ধ পড়ুয়ারা। বৃহস্পতিবার বিকেল থেকে কলেজ স্ট্রিট চার মাথার মোড় অবরোধ করেছে কয়েকশো পড়ুয়া। পড়ুয়াদের দাবি, যতক্ষণ না উপাচার্য অনুরাধা লোহিয়া এসে তাঁদের সঙ্গে আলোচনায় বসছেন, ততক্ষণ অবরোধ চলবে।
উপাচার্য এসে তাঁদের সঙ্গে আলোচনা করুন, এই দাবিতে আন্দোলন শুরু হয়েছে এ বার। মিছিল করে এমজি রোড ক্রসিংয়ে যান পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড, পোস্টার এবং মুখে স্লোগান। কেউ আবার থালা, বাসন, হাতা নিয়ে রাস্তায় বসে পড়েন। কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তুলে অবরোধ শুরু হয়।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...