Saturday, May 3, 2025

আইপিএল বন্ধ করার আবেদন জমা পড়ল মাদ্রাজ হাইকোর্টে

Date:

Share post:

শুরুর আগেই বিতর্ক। এবার আইপিএল স্থগিত করে দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন দাখিল করলেন এক আইনজীবী।করোনাভাইরাস নিয়ে আতঙ্কের জেরে এ বার আইপিএল বন্ধ করার আবেদন জমা পড়ল মাদ্রাজ হাইকোর্টে। এই আবেদন করেছেন আইনজীবী জি অ্যালেক্স বেনজিগর। বৃহস্পতিবার বিচারপতি এম এম সুনদ্রেশ ও কৃষ্ণন রামস্বামীর ডিভিশন বেঞ্চের সামনে এই আবেদনের শুনানি হওয়ার কথা।২৯ মার্চ শুরু হওয়ার কথা আইপিএলের। যা চলবে ২৪ মে পর্যন্ত। আবেদনে অ্যালেক্স বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট অনুসারে এই রোগের কোনও নির্দিষ্ট ওষুধ নেই। বা, আটকানোর উপায় নেই। তাঁর মতে, করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বে। যা মহামারীর আকার নিচ্ছে।

আইপিএস অফিসার জি সম্পত কুমারও একটি আবেদন জমা করেছেন মাদ্রাজ হাইকোর্টে। তার অভিযোগ, বেটিং রুখতে এখনও পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।তাই ভারতীয় বোর্ড পরিচালিত এই টুর্নামেন্ট বন্ধ করা হোক। নিজের পিটিশনে তিনি লিখেছেন, ২০১৩ সালে আইপিএল-এর ম্যাচ ফিক্সিং প্রকাশ্যে আনতে সমর্থ হয়েছিলেন তিনি। সেই সময় আট দলেরই নাম উল্লেখ করেছিলেন।

সাংবাদিক বৈঠকে তিনি জানান, লোধা কমিটির রিপোর্ট না মেনে এখনও কায়েমি স্বার্থ চালু রয়েছে। তা বন্ধ করার মতো পর্যাপ্ত পদক্ষেপও করা হয়নি। বোর্ডের তরফেও স্বার্থ সংঘাতের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
তিনি আরও দাবি করেন, বোর্ডের তরফে ম্যাচ ফিক্সার, বুকি অথবা গড়াপেটার চাঁইয়ের উপর লক্ষ্য রাখার কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। কোনও তথ্যভাণ্ডারও মজুত নেই ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে। বোর্ডকে আরও দুষে তিনি বলেন, ক্রিকেটারদের উপার্জনের উপর নজর রাখা হয় না। দুর্নীতি দমন শাখার কাজকর্ম নিয়েও প্রশ্ন রয়েছে। সম্পত কুমার স্পষ্ট জানাচ্ছেন, আইপিএলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, তা তিনি চান না। গড়াপেটা রুখতে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আদালত অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক।

spot_img
spot_img

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...