মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার দাম। গত তিন মাসের তুলনায় বেশ অনেকটাই দাম কমেছে সোনার। চলতি বছরে সোনার আমদানিতে প্রায় অনেকটাই পতন হল। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের শনিবারের দাম ৩৭,৩৫০ টাকা। যা গতকালের তুলনায় অনেকটাই কমেছে। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৩৮,৭৫০ টাকা।এই দাম ছিল ৩৯, ২৫০ টাকা।

চলতি মাসের শুরুতেও সোনার দাম ছিল উর্ধ্বমুখী। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এক ধাক্কায় প্রায় ২০০০ টাকা দাম কমলো সোনার।গত তিন মাসের মধ্যে সর্বনিন্ম সোনার দাম শনিবার দাঁড়িয়েছে।অল্প অল্প করে ক্রমশ দাম কিন্তু কমেই আসছে।

ইতিমধ্যেই দাম কমার সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।বিয়ের মরসুমে আপাতত দাম কমলেও খুব শিগগির আবার দাম বাড়তে পারে সোনার।
