করোনা সংক্রমণের রুখতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত কলকাতা-সহ রাজ্যের সব পুরসভার নির্বাচন। এই পরিস্থিতিতে কলকাতা-সহ ৮৮টি পুরসভায় প্রশাসক বসাতে চলেছে নবান্ন।

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগেই হাওড়া, নৈহাটি, পাণিহাটি-সহ ১২টি পুরসভায় আগেই প্রশাসক বসিয়েছিল রাজ্য সরকার। এপ্রিলের বিভিন্ন সময়ে কলকাতা-সহ রাজ্যের ৮৮টি পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে ভোট না হলে বোর্ডের কোনও অস্তিত্ব থাকবে না। ফলে প্রশাসক বসিয়েই রুটিন কাজ করতে হবে।
বর্তমান পরিস্থিতিতে পুরভোটের দিনক্ষণ ঠিক করতে সোমবার বৈঠক ডাকে রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে ৯টি রাজনৈতিক দল ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে সহমত হয়। এরপরই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, এই পরিস্থিতিতে রাজ্যে এখনই পুরভোট করা যাচ্ছে না। ১৫দিন পরে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, করোনার সংক্রমণ রুখতে রাজ্যের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিকাশি ব্যবস্থা ঠিক রাখা এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার নির্দেশও দেওয়া হয়েছে। এখন পুর প্রশাসকদেরই করোনা সংক্রমণ রোধে কর্মসূচি রূপায়নের দায়িত্ব নিতে হবে।
