চিনের চিকিৎসকরা এর আগে বহুবার বলেছেন যে covid 19 সারিয়ে ওঠা রোগী, ফের একবার এই রোগেই আক্রান্ত হয়েছেন। এবার ভারতেও এমন ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। মুম্বাইয়ের কস্তুরবা হাসপাতলে ভর্তি ফিলিপিন্সের এক ব্যক্তিকে COVID- 19 নেগেটিভ ঘোষণা করার পর তিনি মঙ্গলবার মারা যান। তাহলে প্রশ্ন জাগছে, একবার এই ভাইরাস শরীর থেকে চলে গেলেও কি সেই ব্যক্তি নিরাপদ নয়। আবার ফিরে আসতে পারে করোনা!!
