সঠিক দিশায় কেন্দ্রের প্রথম পদক্ষেপ। করোনা মোকাবিলায় চিকিৎসকদের স্বাস্থ্য বিমা সহ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার গরিব কল্যাণ প্রকল্পের আর্থিক প্যাকেজকে স্বাগত জানিয়ে এই প্রতিক্রিয়া রাহুল গান্ধীর। সমস্ত ইস্যুতে মোদি সরকারের কড়া সমালোচনায় অভ্যস্ত কংগ্রেস সাংসদ রাহুল করোনা মোকাবিলার ইস্যুতে কেন্দ্রের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, কঠিন পরিস্থিতির জন্য আমাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, এই প্রথম একদম সঠিক অভিমুখে পদক্ষেপ করেছে সরকার। এই মন্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে করোনা-যুদ্ধে সরকারকে সর্বাত্মক সমর্থনের কথা জানান সোনিয়া-তনয় ও প্রাক্তন কংগ্রেস সভাপতি।
