‘দুর্দিনে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ, ৫ এপ্রিল রাত নটায় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মুঠোফোন—কিছু একটা জ্বালবে, সাফ কথা অভিনেত্রীর । বলেন, দেশের প্রধান এই নির্দেশ দিয়েছেন। একই ভাবে রাজ্যের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দিয়েছেন যেমন, মাস্ক পরা, ভালো করে হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলা, সেল্ফ আইসোলেশনে থাকা— সমস্তটাই পালন করছি অক্ষরে অক্ষরে। কারণ, যাঁরা দেশের জন্য, রাজ্যের জন্য এভাবে প্রাণপাত করছেন একজন দেশবাসী এবং রাজ্যবাসী হিসেবে আমি তাঁদের নির্দেশ মানতে বাধ্য।
বরং তাঁর প্রশ্ন, এখানে কেন রাজনীতির রং লাগছে?’ আসলে তাঁর এই বক্তব্য বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট হতেই, ভবিষ্যতে অভিনেত্রীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়। যা মোটেই ভালোভাবে নেননি ঋতুপর্ণা ।
করোনা মোকাবিলায় দেশ যে ঐক্যবদ্ধ বিষয়টি সবার নজরে আনতে ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মোদি। বদলে মোমবাতি, টর্চ, প্রদীপ বা মুঠোফোন জ্বালাতে বলেছেন।
এরপরেই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রধানমন্ত্রীর সমর্থনে বক্তব্য রাখেন। ইংরেজি ও হিন্দি দু’টি ভাষাতে ভিডিওটিতে পরিষ্কার ভাবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর রবিবার রাত ন’টায় আলো জ্বালানোর পরিকল্পনাকে পুরোপুরি সমর্থন করছেন।
