স্ত্রী পিৎজা বানাচ্ছেন। তা নিয়ে উচ্ছ্বসিত স্বামী রণবীর সিং। ইনস্টাগ্রামের সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে পরিবারকে সময় দিচ্ছেন বলিউড তারকারা। বলিউড তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন ইনস্টাগ্রামে পোস্ট করলেন লকডাউন চলাকালীন তাদের রান্নাঘরের কিছু ভিডিও। রণবীর সিং ফ্যান ক্লাবের পক্ষ থেকে ওই ভিডিও পোস্ট করা হয়। যেখানে উচ্ছ্বাসের সঙ্গে রণবীর জানাচ্ছেন দীপিকা নিজের হাতে তাঁর জন্য পিৎজা বানিয়েছেন।