চুঁচুড়ায় খাদ্যসামগ্রী বিলি করলেন বিধায়ক অসিত মজুমদার। করোনা পরিস্থিতিতে নিম্নবিত্তদের সাহায্য করতে এগিয়ে এসেছেন অনেকেই। এবার নিজের হাতে ত্রাণ তুলে দিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। বুধবার চুঁচুড়া খাদিনামোড় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে কয়েকশো মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করেন তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন। দফায় দফায় তার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। এই পরিস্থতিতে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা। সেই সব মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন অসিত মজুমদার।
