পান্ডুয়ার তেলিপাড়া মোড়ে হোসিয়ারির গোডাউনে অগ্নিকাণ্ড। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বন্ধ হোসিয়ারির গোডাউনে কী করে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দারা বুধবার সন্ধেয় বাড়িতে বাইরে আগুন দেখতে পেয়ে গোডাউনের মালিকদের খবর দেন। মুহূর্তে ভয়ঙ্কর চেহারা নেয় আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 3টি ইঞ্জিন।

পুলিশ ও দমকল গিয়ে বাড়িতে থাকা লোকজনকে উদ্ধার করে।
স্থানীয় মানুষের মতে, প্রচুর কাপড় মজুত থাকায় আগুল নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে।
