দিন তিনেক আগে চন্দননগর মহকুমা হাসপাতালের কর্তব্যরত এক নার্সকে এক মহিলা পুলিশের চড় মারার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন৷ রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে কমিশন এক চিঠিতে ওই মহিলা-পুলিশের বিরুদ্ধে পূর্নাঙ্গ তদন্ত করতে বলেছে৷

চন্দননগর মহকুমা হাসপাতালের কর্তব্যরত এক নার্সকে চড় মেরেছিল এক মহিলা পুলিশ৷ শুধু তাই-ই ওই নার্সকে আটক করে চন্দননগর থানায় নিয়ে হয়৷ জরুরি পরিষেবা যারা দিচ্ছেন তাদের যাতায়াতের জন্য পুলিশ প্রশাসন যে বিশেষ পাস দিচ্ছে, ওই নার্স সেই পাস দেখানো সত্ত্বেও তাঁকে আটক করে হয়রানি করা হয়৷