Thursday, November 13, 2025

করোনা ঠেকাতে নতুন স্মার্টফোনে প্রি-ইনস্টল করা থাকবে ‘আরোগ্য সেতু’ অ্যাপ

Date:

Share post:

এবার নতুন স্মার্টফোনে প্রি-ইনস্টল করা থাকবে ‘আরোগ্য সেতু’ অ্যাপ। কারণ, কেন্দ্রীয় সরকার স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিকে সব স্মার্টফোনে এই অ্যাপ প্রি-ইনস্টল করার আর্জি জানিয়েছে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই কয়েক কোটি স্মার্টফোন ব্যবহারকারী এই অ্যাপ ডাউনলোড করেছেন । এরপরেও অনেকেই রয়েছেন, যাঁরা এই অ্যাপ ডাউনলোড করেননি। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলি বলেছে যে, লকডাউন উঠলেই এই নির্দেশ পালন করা হবে। যদিও এই উদ্যোগ নিয়ে কেন্দ্র এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি।
গ্রাহকরা কোনও কোভিড-১৯ আক্রান্তের সংস্পর্শে চলে আসছেন  কিনা, সে সম্পর্কে হদিশ দিতেই এই অ্যাপ। সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ইতিমধ্যেই এই অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, অফিস শুরু করার আগে কর্মীদের আরোগ্য সেতু অ্যাপে তাঁদের স্ট্যাটাস পর্যালোচনা করতে হবে। ‘সেফ’ ও ‘লো রিস্ক’ স্ট্যাটাস থাকলে তবেই কাজে বোরেতে পারবেন। স্ট্যাটাসে ‘হাই রিস্ক’ ও ‘মডারেট’ ফল থাকলে বাড়ির বাইরে বেরোনো চলবে না।
ইতিমধ্যেই সাড়ে সাত কোটির বেশি এই অ্যাপ ডাউনলোড হয়েছে। বাকিদের ফোনেও যাতে এই অ্যাপ থাকে, তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। আরোগ্য সেতু অ্যাপ গ্রাহকদের ব্লুটুথ ও লোকেশন ডেটা ব্যবহার করে তাঁদের গতিবিধি লক্ষ্য রাখে এবং কোনও ঝুঁকিপূর্ণ ব্যক্তির সংস্পর্শে আসলে সতর্কবার্তা দেয়। এই অ্যাপ সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে তা সবসময়ই সক্রিয় রাখা প্রয়োজন। একইসঙ্গে অন রাখতে হবে লোকেশন ও ব্লুটুথ।
ফিচার ফোনেও খুব শীঘ্রই অ্যাপ পাওয়া যাবে। ফিচার ফোনের উপযোগী করে তৈরি করা হচ্ছে এই অ্যাপ, বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে ।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...