হাতিয়ার বলতে শুধু একটি বাঁশ। আর বাঁশ দিয়েই তেড়ে আসা বাঘকে পরাস্ত করে কৃষককে বিপদের হাত থেকে বাঁচালেন তিনি। উত্তরপ্রদেশের পিলভিটের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Look at the sheer size of this tiger. Sitting on a tractor. A video was viral yesterday of this tiger from Pilibhit which stranded out. With all efforts & coordination it was safely provided a passage. The tiger went back to forest. A perfect operation. pic.twitter.com/Sm9XkqKydl
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 2, 2020
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ট্রাক্টরের ওপর উঠে পড়েছে একটি বাঘ। অপরপ্রান্তে রয়েছেন এক ব্যাক্তি। স্বভাবতই বাঘের ভয়ে সিঁটিয়ে পড়েছেন তিনি। খবর পেয়ে দ্রুত সেখানে যান বনকর্মীরা। বিশালাকার বাঘের সঙ্গে লড়াই করতে বনকর্মীর ভরসা লাঠি। ওই লাঠি দিয়ে চলে লড়াই। ক্রমশই লাঠি দিয়ে খোঁচা দিতে থাকেন বনকর্মী। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় বাঘ। তাই লাঠির খোঁচা সহ্য করে ট্রাক্টরের উপরে বসে লড়াই চালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত আর নিজেকে সামলে রাখতে পারেনি বাঘটি। ট্রাক্টর থেকে প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়। তারপরই ভয় পেয়ে যায় বাঘটি। ঘটনাস্থল ছেড়ে জঙ্গলের দিকে চলে যায় সে।

@ParveenKaswan @rameshpandeyifs @SudhaRamenIFS @CentralIfs
Video from Pilibhit of today shared from wall of Mayank shakun Awasthi pic.twitter.com/vSaKggZapK
— Gyanendra Bajpai (@gyanen85) May 1, 2020
এত বড় বাঘের সঙ্গে লড়াই করে ট্রাক্টরে থাকা ব্যক্তির প্রাণ বাঁচানোর জন্য বনকর্মীর সাহসের প্রশংসা করেছেন প্রায় সকলেই।
