Wednesday, November 12, 2025

মদ কিনছেন মহিলারা, টুইট করে বিতর্কে বলিউডের রামগোপাল বর্মা

Date:

Share post:

দেশজুড়ে মদের দোকানগুলি খুলে দেওয়া হয়েছে সোমবার থেকেই৷

সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে মদ বিক্রি। মদের দোকানগুলিতে উপচে পড়া ভিড়ের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেইরকম একটা ছবি টুইটারে শেয়ার করে “নারী-বিদ্বেষী” মন্তব্য করে বসলেন বলিউডের এক বিতর্কিত ব্যক্তি হিসাবেই পরিচিত পরিচালক আরজিভি বা রামগোপাল বর্মা৷ অভিযোগ উঠেছে, গার্হ্যস্থ হিংসা নিয়ে নিম্নরুচির ট্যুইট করেছেন রামগোপাল।
বলিউডের এই বিতর্কিত পরিচালক যে ছবিটি টুইটারে শেয়ার করেন সেখানে দেখা যাচ্ছে একটি মদের দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ৭-৮ জন মহিলা। তিনি এই ছবির ক্যাপশনে লেখেন, ‘দেখুন কারা মদের দোকানে লাইন দিয়েছে ….মদ্যপ পুরুষদের থেকে মহিলাদের বাঁচাতে কত বাড়াবাড়ি না করা হয়..’।

রাম গোপাল বর্মার এই টুইট ঘিরে সমালোচনার ঝড় উঠে নেটদুনিয়ায়। এদিকে, সোমবার থেকেই মহিলাদের মদ কেনার একাধিক ছবি ভাইরাল হয়েছে ফেসবুক-টুইটারে। তাই মেয়েদের মদ খাওয়া নিয়েও চলেছে “গবেষণা”৷ মহিলাদের ক্ষমতায়ণ, নারী স্বাধীনতা, সমান অধিকারের জন্য যখন গোটা বিশ্বে এত লড়াই চলছে তখনও তাঁদের পোশাক, কিংবা সিগারেট- মদ খাওয়াটাই মহিলার চরিত্রের মাপকাঠি হিসাবে ধরে নেওয়াটা একেবারেই মেনে নিচ্ছে না নারীবাদীরা। তাই সরকার পরিচালকের বিরুদ্ধে সরব নেটিজেনদের একাংশ। এই তালিকায় রয়েছেন ঠোঁটকাটা গায়িকা সোনা মহাপাত্র।
তিনি টুইট বার্তায় লেখে, ‘প্রিয় রামগোপাল বর্মা, তুমিও এবার চটজলদি সেই সব মানুষের লাইনে দাঁড়াও যাঁদের প্রকৃত শিক্ষার খুব দরকার। যাতে তুমি বুঝতে পার এই টুইটটা অনৈতিক এবং লিঙ্গ বৈষম্যের পরিচায়ক। মহিলাদেরও অ্যালকোহল কেনা এবং পান করবার সম্পূর্ন অধিকার রয়েছে। কারুরই মদ খেয়ে হিংস্র হওয়ার অধিকার নেই’।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...