মার্কেট কমপ্লেক্সে দোকানে খোলায় দুজনকে আটক করল কোচবিহার জেলা প্রশাসন। সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছিল মার্কেট কমপ্লেক্সে কোনও দোকান খোলা যাবে না। সেই নির্দেশ অমান্য করে কোচবিহার ভবানীগঞ্জ মার্কেট কমপ্লেক্সে দোকান খোলেন দুই ব্যক্তি।

বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ বাজারে অভিযানে যান সদর মহকুমা শাসক এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা। বাজারের ভিতরে ঝাঁপ বন্ধ করে একটি গয়নার দোকানে বেশ কয়েকজন গল্প করছিলেন। তা শুনতে পান সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তৎক্ষণাৎ ঝাঁপ উঠিয়ে তাঁদের বার করেন তিনি। আটক করা হয় ওই ব্যক্তিদের। এদিন দফায় দফায় অভিযান করে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের একাধিক দোকান বন্ধ করে দেন মহকুমা শাসক এবং তাঁর দল।
সঞ্জয় পাল বলেন, “সরকারি নির্দেশিকা অমান্য করলে এরপর বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং নির্দেশিকা মেনে বাজারের কিছু অংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সরকারি নির্দেশিকা না মানলে প্রশাসন তার ব্যবস্থা নেবে।”
