Sunday, January 18, 2026

গ্রিন জোনের সাত জেলায় ভাড়া বাড়িয়ে বাস চালানোর সিদ্ধান্ত

Date:

Share post:

গ্রিন জোনে বাস চালানোর অনুমতি মিলেছে আগেই। কিন্তু অল্প যাত্রী নিয়ে বাস চালাতে গেলে ক্ষতির মুখে পড়তে হবে বলে পিছিয়ে আসছিলেন বাস মালিকরা। এই পরিস্থিতিতে আপাতত বেসরকারি বাসের ভাড়া বাড়িয়ে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর। তবে, সরকারি বাসের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকবে। করোনার সংক্রমণহীন সাতটি জেলায় কয়েকদিনের মধ্যেই পরিষেবা শুরু হতে পারে। তবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে বাস চলবে সীমিত যাত্রী নিয়ে। সেই কারণে ভাড়া দেড় থেকে দু’গুণ পর্যন্ত বাড়তে পারে। করোনা বিধি অনুযায়ী, যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। এই বিষয়ে জেলার পরিবহন আধিকারিকেরা দ্রুত নির্দেশিকা জারি করবেন।

বৃহস্পতিবার, ৭ জেলা- ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারের প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সর্বাধিক ২০ জন যাত্রী নিয়ে বাস চালাতে হলে তাঁদের আর্থিক ক্ষতি হবে বলে জানান বাস মালিকরা। সিদ্ধান্ত হয়, বিশেষ পরিস্থিতিতে ভাড়া কিছুটা বাড়িয়ে পরিস্থিতির সামাল দেওয়া হবে। তবে কোনও অবস্থাতেই দ্বিগুণের বেশি ভাড়া বাড়ানো যাবে না বলে পরিবহন দফতর সূত্রে খবর।

আন্তর্জেলা পারমিট রয়েছে, এমন কিছু বাস চালানোর ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হতে পারে।

নির্দিষ্ট কিছু রুটে চলতে পারে সরকারি পরিবহন নিগমের বাসও। তবে সে-ক্ষেত্রে সরকারি বাসে ভাড়ার হার পাল্টাবে না।

সাতটি জেলায় অর্থনৈতিক এবং প্রশাসনিক কাজকর্ম শুরু হওয়ায় প্রাথমিকভাবে বাস চলাচল শুরু হচ্ছে। সংক্রমণ বা অন্য কোনও সমস্যা দেখা দিলে পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

spot_img

Related articles

বলছে ঝুট, করছে লুট: সিঙ্গুরে প্রধানমন্ত্রীর মিথ্যার জমিদারিতে বিস্ফোরক কুণাল

বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের প্রাপ্য দিতে কোনওদিন শোনা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গোল গোল প্রত্যাশা তৈরি করে...

ছ’মাসের বিরতি! কবে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরবেন রো-কো জুটি?

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। এরপর শুরু হবে টি২০ ক্রিকেটের রমরমা। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে...

এভাবে অভ্যর্থনা! মোদির মঞ্চে বাজল সেবাশ্রয়ের গান!

বাংলায় যেভাবে সংগঠন করতে ব্যর্থ বিজেপি তারই প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদির সিঙ্গুরের সভা মঞ্চে। দলের নেতা...

পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপির নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে যেন তেন প্রকারে জমি দখলে মরিয়া এবার প্রধানমন্ত্রী...