আমফানের জেরে যে জেলাগুলিতে ক্ষতির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনা সেই কারণে সেখানে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় ভাগ হয়ে কাজ করছে ১৯ টিম। জেলা প্রশাসনের সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হচ্ছে। ঝড়ের সময় ও আগে ও পরে কী করতে হবে তা জানানো হচ্ছে। সতর্ক নজর রেখে কাজ করছে এনডিআরএফ। বাহিনীর পশ্চিম্বঙ্গে ও সিকিমের দায়িত্বপ্রাপ্ত প্রধান কমান্ডেন্ট নিশিথ উপাধ্যায় জানান, পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিয়েছেন তাঁরা।

এদিকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া।
