Sunday, November 16, 2025

২৪ ঘন্টার মধ্যে আলো-জল ফেরাতে কড়া পদক্ষেপ ববি হাকিমের

Date:

Share post:

সাতদিনে কলকাতা স্বাভাবিক হবে। শুক্রবার কলকাতা পুরসভায় জানালেন ফিরহাদ হাকিম। সিএসসিকে বলেছি শুক্রবার এবং শনিবারের মধ্যে সমস্ত লাইনগুলো আগে চালু করে দিতে তারপর স্থায়ী ভাবে কাজ করতে হবে। সন্ধ্যার থেকেই সব জায়গায় বিদ্যুৎ আসতে শুরু করবে। ডব্লিউবিএসইবি বা বিদ্যুৎ বন্টন সংস্থাও সেই প্রতিশ্রুতি দিয়েছে। ফলে বিদ্যুৎ এলে জলও চলে আসবে স্বাভাবিকভাবে।

ফিরহাদ হাকিম এদিন সমন্বয় তৈরির অভাবের কারণে সিইএসসি, এসইবি, পুরকর্মী, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন ও এনডিআরএফ-এর সঙ্গে বৈঠকে বসেন। তিনি বলেন, বড় বিপর্যয় হয়েছে। পুরসভার হাতে ম্যাজিক স্টিক নেই যাতে নিমেষে চালু হয়ে যাবে সব কিছু। দুদিন ধরে বিদ্যুৎ নেই। তাই সিইএসসি ও এসিবিকে বলেছি আজ সন্ধ্যা থেকে শুরু করে কাল সন্ধ্যার মধ্যে সমস্ত জায়গায় আলো ফিরিয়ে দিতে। প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে লাইন ফিরুক। তারপর স্থায়ীভাবে ল্যাম্পপোস্টগুলিকে আবার নতুন করে খাড়া করে করা হবে। কলকাতা পুরসভার প্রশাসক জানান, আড়াই হাজার বিদ্যুতের খুঁটি পড়েছে কলকাতায়। সেগুলি সারাতে তো একটু সময় দিতেই হবে। মূলত বিদ্যুতের খুঁটির বা তারের উপর গাছ ভেঙে পড়েছে। কলকাতায় সাড়ে পাঁচ হাজার গাছ ভেঙেছে বলে তিনি জানান। সেগুলো সরাতে সময় লাগছে। ফিরহাদ জানান, এক একটি গাছ কাটতে তিন ঘন্টা সময় লাগে। গাছ কাটার এবং কর্মী আমাদের কাছে সীমিত ফলে একটু সময় দিতেই হবে আর এক্ষেত্রে যাতে সকলের মধ্যে সমন্বয় ঠিক থাকে তার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী জানান পাম্পিং স্টেশন কিছু বন্ধ আছে সেগুলি চালু হয়ে যাবে। জল সরবরাহ প্রায় স্বাভাবিক। রাস্তা পরিষ্কার করার জন্য এনডিআরএফ কর্মীরা সাহায্য করবে। একই সঙ্গে কেবল লাইনগুলোকেও সচল করার জন্য ২৪ ঘন্টা সময় দিয়েছেন ফিরহাদ হাকিম।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...