সোশ্যাল মিডিয়ার অবাধ বিচরণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জনপ্রিয়তায় যেকোনও রাষ্ট্রনেতাকে পিছনে ফেলতে পারেন তিনি। তবে, মোদির অনুগামীদের নিয়ে এক চাঞ্চল্যকর রিপোর্ট দিল টিপলোম্যাসি। তাদের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টের ৬০ শতাংশই ফলোয়ারই না কি ভুয়ো। টিপলোম্যাসি আন্তর্জাতিক সংস্থা ও সরকারের ডিজিটাল পরিসংখ্যানের হিসেব রাখে। মোদির টুইটার অ্যাকাউন্ট অডিটের সময়ে এই ডিজিটাল প্ল্যাটফর্ম জানতে পারে, মোদির ২৪৭৯৯৫২৭ জন ফলোয়ারের মধ্যে ৪০৯৯৩০৫৩টি অ্যাকাউন্টই ভুয়ো। মাত্র ১৬১৯১৪২৬ জন প্রকৃত ফলোয়ার রয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর।

শেষ কবে টুইট করা হয়েছে? কতগুলি টুইট করা হয়েছে? সেই সংখ্যার উপর ভিত্তি করে অডিট করা হয়। তবে, টিপলোম্যাসি জানিয়েছে, ভুয়ো ফলোয়ার্স শুধু নরেন্দ্র মোদির নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ ফ্রান্সিস, কিং সলমনেরও রয়েছে।
ভুয়ত ফলোয়ার্স থাকার তালিকায় নাম রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও। তাঁর টুইটার হ্যান্ডেলের ৩৬৯৬৪৬০ জনই ভুয়ো ফলোয়ার্স, ১৭১৫৬৩৪ জনের অ্যাকাউন্টের বিশ্বাসযোগ্যতা রয়েছে।
