Tuesday, November 11, 2025

হাঁটু দিয়ে গলা চেপে ধরে কৃষ্ণাঙ্গ যুবককে খুন করল শ্বেতাঙ্গ পুলিশ!  

Date:

Share post:

প্রকাশ্য রাস্তায় কৃষ্ণাঙ্গ যুবকের গলায় পা চেপে হত্যা করল শ্বেতাঙ্গ পুলিশ! মার্কিন মুলুকে ফের ঘটল কৃষ্ণাঙ্গ হত্যা। আর এই ঘটনায় অভিযুক্ত পুলিশকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে উত্তাল আমেরিকা।
ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। তাতে পরিষ্কার দেখা যাচ্ছে এক কৃষ্ণাঙ্গ যুবক বার বার বলছেন,’আমি শ্বাস নিতে পারছি না’, ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে উল্টো হয়ে পড়ে রয়েছেন ফ্লয়েড। আর তাঁর গলা ও ঘাড়ের উপর পায়ের হাঁটু দিয়ে চেপে বসে রয়েছেন এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। ওই অবস্থায় ফ্লয়েড বারবার একটাই কথা বলছেন, ‘ প্লিজ প্লিজ, আই কান্ট ব্রিথ’, অর্থাৎ ‘আমি নিশ্বাস নিতে পারছি না’। তার গায়ে কোনও জামা ছিল না। তিনি জল চেয়েছিলেন। তাঁর মুখ দিয়ে থুতু উঠে আসে, কাশি হয়। তিনি বলেন, তাঁর ঘাড়ে এবং পেটে লাগছে।

সামনে দাঁড়িয়ে রাস্তায় অনেকে সেই দৃশ্য ফোনের ক্যামেরায় বন্দি করছেন। সেই দিকে চোখও পড়ছে ওই নৃশংস পুলিশ অফিসারের। ফ্লয়েড-এর শত অনুরোধ তাঁর কানে যায়নি। যন্ত্রনা, তাঁর চোখে পড়েনি। রীতিমতে হাঁটু দিয়ে ফ্লয়েডকে মাটিতে পিষতে থাকে ওই পুলিশ অফিসার, যেন কোনও বিষাক্ত পোকাকে মেরে ফেলছেন।
ওই অবস্থায় বেশ কয়েক মিনিট ছটফট করতে করতে জর্জ ফ্লয়েডকে দেখা যায় নিস্তেজ হয়ে যেতে। তারও বেশ কিছুক্ষণ পরে পুলিশ অফিসারটি তার গলার উপর থেকে পা তুলেছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় তাঁর মৃত্যু ঘটেছে।

ডোনাল্ড ট্রাম্পের দেশে ঘটে গেল মানবতার মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ে এখন তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু আমেরিকায় নয়, গোটা পৃথিবীর মানুষ এই ঘটনায় সমালোচনায় ফেটে পড়েছেন।
জানা গিয়েছে, ঘটনাটি ঘঠেছে গত সোমবার, মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশে।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...